মোঃ নয়ন হাসান | বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ মাস্ক পরার অভ্যাস করোনামুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের বিরামপুর থানা উদ্যোগে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্বুদ্ধ করণ কর্মসূচীর অংশ হিসেবে পৌর শহর ঢাকামোড়সহ বিভিন্ন এলাকায় বিরামপুর থানার সকল পুলিশ সদস্যবৃন্দের সমন্বয়ে (২১ মার্চ) গতকাল সোমবার সকাল ১০ ঘটিকায় রাস্তার পথচারী,রিক্সা-ভ্যান চালক,পরিবহন শ্রমিকসহ বিভিন্ন স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। আগামীর দিনগুলোতে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন থানা কর্তৃপক্ষ।কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্বুদ্ধ করণ কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) মিথুন সরকার,অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান,৪নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমান, প্রেস-ক্লাবের সভাপতি শাহিনুর আলম, মোহনা টিভির বিরামপুর প্রতিনিধি আকরাম হোসেন, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সহ-সভাপতি মাহমুদুল হক মানিক, বীরমুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন প্রমুখ।
এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নে বিট পুলিশের উদ্যোগে কোভিড-১৯ সংক্রমণ রোধে ক্যাম্পিং ও গণসচেতনতা সৃষ্টির লক্ষে এক যোগে মাস্ক বিতরণসহ বিভিন্ন কর্মসূচী অব্যাহত রেখেছে বিরামপুর থানা পুলিশ।
মাস্ক বিতরণ শেষে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান সাধারণ মানুষের উদ্দেশ্যে করোনা সংক্রমণ হইতে সচেতন এবং মাস্ক ব্যবহার করতে সকলকে আহবান জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।