ঢাকা: ভুয়া জাতীয় পরিচয় পত্র (এনআইডি), ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট ব্যবহার করে ঢাকা ব্যাংক লিমিটেডের বিপুল পরিমান অর্থ আত্মসাতের অভিযোগে ৫ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (০২ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ডিবি মতিঝিল বিভাগ। তবে প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, ভুয়া এনআইডি, ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট ব্যবহার করে ঢাকা ব্যাংকের বিপুল পরিমান অর্থ আত্মসাতের ঘটনায় সংঘবদ্ধ অপরাধ চক্রের ৫ সসদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (০৩ মার্চ) বেলা সাড়ে ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও এসময় জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।