মাগুরায় মনির (৪৪) নামে এক চিহ্নিত ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোররাতে সদর উপজেলার বেরইল-পলিতা গ্রাম থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ।
আটককৃত মনির ডাকাত মাগুরা সদর উপজেলার রেইল-পলিতা (খাড়াপাড়া) গ্রামের মৃত নূরুল হক মোল্লার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল অবেদীন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি টিম পলিতাবেরইল গ্রামে অভিযান চালিয়ে মনিরকে আটক করে। ডাকাত মনির মোল্লার বিরুদ্ধে হত্যার চেষ্টা, দাঙ্গা, চুরি, চাঁদাবাজিসহ ১৫টির অধিক স্পর্শকাতর মামলা আদালতে বিচারাধীন আছে। এছাড়া তার নামে মাগুরা সদর থানায় একটি ও ফরিদপুরের মধুখালী থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।