রাজশাহীর দুর্গাপুরে হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দুর্গাপুরে হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পৌর এলাকার বহরমপুর গ্রামের তাছের উদ্দিন (৪৮)।
দুর্গাপুর থানা সূত্রে জানা যায়, ২৬ জুন শনিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর পৌরসভা এলাকার ৬নং ওয়ার্ড বহরমপুর গ্রামের তাছের উদ্দিনকে পৌর বাজারের বাসষ্ট্যান্ড এলাকা থেকে হেরোইন বিক্রয়ের সময় হাতে নাতে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি হাশমত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর পৌরসভার বহরমপুর গ্রামের তাছের উদ্দিনকে ১ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। রবিবার তাকে জেলহাজতে প্রেরন করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।