ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়েছে।

পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে”পালিত হয়ে আসছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের মতো ঈশ্বরগঞ্জেও শনিবার ৩০ অক্টোবর “কমিউনিটি পুলিশিং ডে” উপলক্ষে আলোচনা সভা ও পথ যাত্রার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, রাজিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম. মুসাব্বিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার প্রমুখ।