ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলার মিটিং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ ফখরুল ইমাম।
এছাড়া আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় নানাবিধ সমস্যার সমাধান কল্পে বক্তব্য রাখেন- পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ নূরুল হুদা খান, ভাইস চেয়ারম্যান ফরিদ উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুশান্ত মোদক প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।