উচ্চশিক্ষিত দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে গাইবান্ধার মানবিক জেলা প্রশাসক।
কেএম জহুরুল হক (জনি) গাইবান্ধাঃ-
আজ ২৮/০৪/২০২১ তারিখে গাইবান্ধা জেলার শিক্ষিত বেকার দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের বর্তমান দুরবস্থায় করণীয় সম্পর্কে জেলা প্রশাসকের পরামর্শ চাইতে আসেন। আগত প্রত্যেকের পারিবারিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা সম্পর্কে খোঁজখবর নেন জেলা প্রশাসক। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমানে নিয়োগ বন্ধ থাকায় তিনি তাদেরকে ধৈর্য্য ধারণ করতে বলেন এবং বিভিন্ন আঞ্চলিক এনজিওর নিয়োগে দৃষ্টি প্রতিবন্ধীদের যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি করে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বর্তমান পরিস্থিতিতে তারা যেন নিগ্রহের শিকার না হন তা নিশ্চিত করতে আগত প্রত্যেককে আর্থিক সহায়তা প্রদান করেন মানবিক জেলা প্রশাসক জনাব মোঃ আবদুল মতিন। আর্থিক সহায়তা, আন্তরিক পরামর্শ এবং অভিভাবকসুলভ দায়িত্ব গ্রহণের প্রত্যয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দৃষ্টি প্রতিবন্ধীগণ। তারা ভবিষ্যতেও জেলা প্রশাসনের কাছে এমন অভিভাবকসুলভ আচরণ প্রত্যাশা করে জেলা প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।