বি এম হিরু মিয়া, ঝিনাইদহ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায়, ঝিনাইদহের জেলা পুলিশ সুপার জনাব মুতাসিরুল ইসলাম এর উপস্থিতি এবং নির্দেশে ছয়টি উপজেলার পুলিশ ব্যাপক ভূমিকায় রয়েছেন।
করোনা ভাইরাস সংক্রমণের তীব্রতা যখন প্রবল,প্রতিদিন পরিচিত মানুষের মৃত্যুর খবর।কিন্তু তখনো সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে জেলা পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম নিজেই শহরের রাস্তায়, পাড়া মহল্লায়, মাস্ক বিতরণ করেন,সচেতনতা বৃদ্ধি করেন।
ঝিনাইদহের প্রতিটি এলাকায় রাস্তার মোড়ে মোড়ে পুলিশকে ডিউটি রত অবস্থায় দেখা যায়। শহরের সুরক্ষায় সোচ্চার ভূমিকাটা পালন করছেন ঝিনাইদহ জেলা পুলিশ। চারিদিকে সবাই আছেন আতঙ্কে, কিন্তু পুলিশ আছেন রাস্তায় নির্ভীক এক অতন্দ্র প্রহরী সৈনিকের মতো।
জীবনের ঝুঁকি নিয়ে তারা অক্লান্ত মানব সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন সকলের তরে।। তারা মানুষকে ভালো ও নিরাপদ রাখতে এক অকুতোভয় সৈনিকের মতো দিনরাত লড়ে যাচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।