কর্মদক্ষতার গুণে পূরস্কৃত হলেন খুলনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উৎঘাটন, মাদক উদ্ধার ও কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রদর্শন করায় ১১ জানুয়ারী’২২ খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান উজ্জল দত্তসহ তার ডিবি টিমকে পুরস্কার সরূপ নগদ অর্থ প্রদান করেন।
এ ব্যাপারে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, খুলনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত গুরুত্বপূর্ণ মামলার রহস্য উৎঘাটন, মাদক উদ্ধারের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ও এ ধরনের কাজে আরো উৎসাহ বৃদ্ধি পূর্বক তাদের কাজকে আরো গতিশীল করার লক্ষে তাকেসহ তার ডিবি টিমকে পুরস্কার সরূপ নগদ অর্থ প্রদান করা হয়েছে।
অদ্য তারিখে পুলিশ সুপার খুলনা কার্যালয়ে পুরস্কার প্রদানস্থলে জেলার অন্যান্য পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।