নুরুজ্জামান সরকার, নীলফামারীঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন অমিত চক্রবর্তী।কিশোরগঞ্জ উপজেলায় যোগদানের আগে তিনি চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।

এর আগে দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার মোছা.রোকসানা বেগমের গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বদলি হয়ে গেলে ৩৩ তম বিসিএস এর একজন কর্মকর্তা অমিত চক্রবর্তী কিশোরগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী কক্সবাজার জেলার সদর উপজেলার কৃতি সন্তান।

নবাগত নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরও সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। এই করোনা ভাইরাস মহামারীতে উপজেলার মানুষকে নিরাপদে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো এবং কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনকে জনবান্ধন হিসেবে গড়ে তুলবো এই প্রত্যাশা করেন তিনি।