চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান মাদক ধ্বংস করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) বিকেলে জেলা আদালত চত্বরে বিপুল পরিমান ১.ফেন্সিডিল ২.ইয়াবা ৩.চোলাই মদ ৪.গাঁজা ৫.হেরোইনসহ পাতার বিড়ি ধ্বংস করা হয়।
জানা যায়, ধ্বংসকৃত মাদকের মধ্যে ৫ হাজার ৭৬১ বোতল ফেন্সিডিল, ৩৮৬ বোতল চোলাই মদ, ২০.৬ লিটার খোলা চোলাই মদ, বিদেশী মদ ৩ বোতল, হেরোইন ৪ কেজি ৪০২ গ্রাম, গাঁজা ১৮ কেজি ৩৯৭ গ্রাম ও ১৬৯ পুরিয়া এবং ভারতীয় পাতার বিড়ি ২ লক্ষ ৫৯ হাজার ৩১৫ পিস। সেই সাথে কিছু চোরাই পোশাকও পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হুমায়ুন কবীর, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম সদর কোট পরিদর্শক (নিঃ) দ্বীন-ই-আলমসহ অন্যরা।
উল্লেখ্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,দ্বিতীয় আদালত, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মামলায় জব্দকৃত মাদক ধ্বংসের নির্দেশনা অনুযায়ী এ বিপুল পরিমান মাদক ধ্বংস করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।