অন্য রক‌মের এক নিদর্শন স্থাপন কর‌লেন চিতলমারী থানার ও‌সি এ এইচ এম কামরুজ্জামান। থানার প্রধান ফট‌কের সাম‌নে দি‌য়ে চলাচল মটরসাই‌কেল চালক‌দের ফু‌লেল শু‌ভেচ্ছা দেন।

বা‌গেরহা‌ট জেলার চিতলমারী উপ‌জেলার থানা পু‌লি‌শের উ‌দ্দো‌গে শুক্রবার বিকা‌লে ফু‌লের শু‌ভেচ্ছা দেওয়া হয়।এ দিন এক‌টি ক‌রে রজনীগন্ধার স্টিক দি‌য়ে এক ব্য‌তিক্রমী ভা‌লোবাসার নিদর্শন দেন ও‌সি কামরুজ্জামান।

পু‌লিশ‌কে ভয় না পে‌য়ে পু‌লিশ জনগ‌নের বন্ধু তার নিদর্শন স্বরুপ এই উ‌দ্দোগ।”পু‌লিশ জনতা,জনতাই পু‌লিশ”এমন প্র‌তিপাদ্য নি‌য়ে থানার এই উ‌দ্দো‌গে জনগন ও পু‌লি‌শের মা‌ঝে দূরত্ব নয় , বন্ধুত্ব স্মৃ‌ষ্টি হ‌বে।