টানা তৃতীয়বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির
মোত্তাহিদ ইসলাম মারজান উলিপুর উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা পুলিশে টানা তৃতীয়বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির।
শনিবার দুপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবিরকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির এ প্রতিবেদককে জানান, তিনি জনগণের জন্য কাজ করেই মানুষের মাঝে বেঁচে থাকতে চান। সরকারের মূল্যায়নে তিনি তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় তিনি পুলিশ সুপার ও মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সহযোগিদেরও ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, ওসি ইমতিয়াজ কবির উলিপুরে যোগদানের পর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি এবং অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছেন। তিনি পুলিশ বিভাগের ভার্বমুতি উজ্জ্বল করেন। যার ফলে বার-বার শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে যাচ্ছেন। আবারো তৃতীয় বারের মত কৃতিত্বের স্বাক্ষরে নিজের নাম লিখালেন পুলিশের এই কর্মকর্তা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।