![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/03/received_303088008186179.jpeg)
ঠাকুরগাঁওয়ে জনগনের নিরাপত্তায় মাঠে নেমেছে পুলিশ
দেশের পরিস্থিতি বিচেনায় ঠাকুরগাঁওয়ে জনগনের নিরাপত্তায় মাঠে নেমেছে পুলিশ। আজ সকাল থেকে সদর থানা পুলিশের সদস্যরা জেলা শহরের বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম পরিচালনা করেন।
কোন অপ্রিতিকর ঘটনা যেন না ঘটে সেকারনে পুলিশ সদস্যরা শহরের চৌরাস্তা, স্টেশন রোড, পুরাতন বাসষ্ট্যান্ড, সত্যপীর ব্রীজ, গড়েয়া বাসষ্ট্যান্ড এলাকাসহ প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে যানবাহন থামিয়ে তল্লাসি চালায়। এতে সাধারণ মানুষ পুলিশ সদস্যদের ভুমিকায় প্রসংশা করেন। তবে এ ধরনের কার্যক্রম মাঝে মাঝে চলমান থাকলে অন্যান্য অবৈধ কার্যক্রম বন্ধ হবে বলে মনে করেন তারা।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, দেশের পরিস্থিতি বিবেচনায় জেলার মানুষের সার্বিক নিরাপত্তায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি। বিশৃখলা এড়াতে পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছে আমরা চাই শান্তিপ্রিয় ঠাকুরগাঁও যেন শান্ত থাকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।