ঠাকুরগাঁওয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও সহিংসতা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক সংলাপ
ঠাকুরগাঁওয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও সহিংসতা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক এক সংলাপ আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও ওয়াল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র যৌথ আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুর কুতুবুল আলম। সংলাপে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার আলাউদ্দিন আল আজাদ ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা।
সংলাপে আরো বক্তব্য রাখেন সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, শিক্ষক রফিকুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক নেতা জাকির মোস্তাফিজ মিলু, সেবিকা স্বপ্না, ওয়াল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র ম্যানেজার লিওাবার্ট চিসিম প্রমুখ।
বক্তারা লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও সহিংসতা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে নানা সুপারিশমালা তুলে ধরেন। এসময় তারা লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও সহিংসতা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে এবং সমাজকে লিঙ্গ বৈষম্য মুক্ত করতে সকলকে এ
ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান। সংলাপে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী, এনজিও কর্মী, শিক্ষার্থী, ভিডিসি সদস্য ও চাইল্ড ফোরামের সদস্যরা অংশ নেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।