মীর শরিফুল হক ছিলেন একজন সদালাপী কর্মকর্তা।অপরাধীদের কাছে ছিলেন আতংক।নিরপেক্ষতা ছিল তার ধর্ম।তিনি আজ বদলী জনিত কারনে চিতলমারী থেকে নড়াইলে চলে যাচ্ছেন।তিন ছিলেন সাহিত্যপ্রমী,আবৃতি করতেন খুবই চমৎকার ও সাবলীল।

dkk

ওসি মীর শরিফুল হককে বিদায় সংবর্ধনা জানানোর প্রতিকৃয়ায় সন্তোযপুর ইউনিয়নের উমাজুড়ির ইউপি সদস্য শ্রীবাস রায় বলেন, একজন সৎ, নির্ভিক অফিসারকে বিদায়  দিলাম,আমরা আপনার ও আপনার পরিবারের মঙ্গল কামনা করি।

 

অফিসার ইনচার্য মীর শরিফুল হককে বিদায় বিদায় ক্রেস্ট প্রাদান করেন বাগেরহাট জেলার পুরিশ সুপার জনাব কে,এম,আরিফুল হক পিপিএম।এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। 

চিতলমারী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ মীর শরিফুল হককে বিদায় জানান।সকাল ১১টায় ওসির নিজস্ব কার্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত)ইকরাম হোসেন,প্রেস ক্লাবের সভাপতি প্রতীপ মন্ডল,সাধারণ সম্পাদক মোঃতাওহিদুর রহমান বাবু,প্রাক্তন সভাপতি, সম্পাদক সহ সাংবাদিক বৃন্দ। 

 

এছাড়া পৃথক পৃথক ভাবে বিদায় জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পুলিশিং কমিটির চেয়ারম্যান,উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুয।