রাজধানীর গুলশান এলাকা হতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ সোহেল ইসরাক (৩০)’কে গ্রেফতার করেছে র্যাব-৩।
রাজধানীর গুলশান এলাকা হতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার একটি ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ সোহেল ইসরাক (৩০), পিতা-মৃত আজিজ প্রামানিক, সাং-কামালপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে ০৩/১০/২০২৩ তারিখ ১৭৫০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলার সূত্রে জানা যায়, ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ১৯/১০/২০২২ তারিখের একটি ধর্ষণ মামলা রুজু হয়। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।