নড়াইলের লোহাগড়ায় ১০ বছরের এক শিশুর শ্লীলতাহানীর অভিযোগে হান্নান শেখ (৭০) নামে এক ব্যক্তিকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
আটককৃত হান্নান শেখ লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় আসামীর বাড়ি পাশে চিত্রা নদীর নির্জন স্থান থেকে তাকে কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল সকালে প্রতিবেশী এক কন্যা ওই শিশু ডাটা (সবজি) আনার জন্য ওই হান্নান শেখ এর বাড়ির পাশের সবজি ক্ষেতে যায়। এ সময় হান্নান শেখ তাকে একা পেয়ে শ্লীলতাহানী ঘটনা ঘটায় এরপর শিশুটি বাড়িতে এসে ঘটনাটি তার অভিভাবকদের জানায়।
এ ঘটনায় শিশুর মা হাসনা হেনা বাদী হয় বুধবার (৭ এপ্রিল) সকালে লোহাগড়া থানায় হান্নান শেখ কে আসামী করে একটি মামলা দায়ের করেন।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) মাহমুদুর রহমান জানান ১০ বছরের একটি মেয়েকে শ্লীলতাহানী চেষ্টার ঘটনায় শিশুর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন, আসামীকে আটক করা হয়েছে। এবং আসামী কে আদালতে প্রেরণ করা হয়েছে।
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।