১২ এপ্রিল সোমবার বেলা ১২ টায় নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পেড়োলী ইউনিয়ন কমপ্লেক্স এর ২য় তলায় অভিযান চালিয়ে বহিস্কৃত চেয়ারম্যান জারজিদ মোল্যকে ৬/পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করেন।
এ অভিযানে কালিয়া উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম, ও কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া উপস্থিত ছিলেন।
এ ঘটনায় কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
এদিকে বহিস্কৃত চেয়ারম্যান জারজিদ মোল্যা গত বছর করোনাকালীন অনুদান ও সরকারী ভিজিডি চাউল আত্মসাতের অভিযোগে বহিস্কার হন। তার বিরুদ্ধে দুর্ণীতির মামলা চলমান, সে বিভিন্ন মামলার আসামী এবং একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা আছে।
মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।