মোঃ এনামুল হক, লোহাগড়া স্টাফ রিপোর্টারঃ
নড়াইল জেলাব্যাপী পরিস্হিতি মোকাবেলায় নড়াইলে অব্যাহত শান্তি সুরক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইন শৃঙ্খলা পরিস্হিতি সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি দেশের বিভিন্ন স্হানে সহিংস ঘটনার প্রেক্ষিতে উদ্ভুত পরিস্হিতির জন্য নড়াইল ৪ থানার পুলিশ প্রশাসন সহ ধর্মীয়ভাবাপন্ন ও বিশেষ বিশেষ ব্যাক্তিগনকে নিয়ে থানার কক্ষে সমবেত হন।
নড়াইল জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার ২০অক্টোবর সকাল ১১ঘটিকার সময় নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও কালিয়া উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃজহুরুল ইসলামের পরিচালনায় প্রশাসনের পক্ষ থেকে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান,পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম বার,এন এস আই মোঃ মিজানুর রহমান, জেলা আনসার কমান্ডার বিকাশ চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপারন(প্রশাসন ও অপরাধ) মোঃরিয়াজুল ইসলাম,কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম,জেলা ঈমাম পরিষদের সভাপতি রশিদ আহম্মেদ, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুন্ডু,নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছাঃ রোকসানা খাতুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যগন।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্য থেকে বক্তব্য রাখেন।উপজেলা মুলশ্রী গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের ঈমাম ও ইসলামী ফাউন্ডেশনর শিক্ষক মোঃ আবু সাইদ শিকদার।শিক্ষক নিশিকান্ত দাশ,রাজনৈতিক ব্যাক্তিত্ব বড়দিয়া মঠের মহারাজ সহ বিভিন্ন ইউনিয়নের জন্য প্রতিনিধি,ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দগন।
বক্তবরা বলেন দেশের সাম্প্রদায়িক কিছু বিচ্ছিন্ন ঘটনার নিন্দা জানিয়ে নিজ নিজ ধর্রমের উদ্ধৃতি নিয়ে বলেন,সবার উপর সবার মানুষ সত্য তাহার উপর নাই,অহিংস পরম ধর্ম।দেশের অন্যান্য জেলার চেয়ে নড়াইল জেলা ব্যতিক্রম বলেন বক্তরা,অভিমত প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে প্রত্যেকেই প্রত্যেকের উৎসবে আনন্দ ভাগাভাগি করে নেয়।কিন্তু কুচক্রিমহল সামাপ্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষগযন্ত্র লিপ্ত রয়েছে সজাগদৃষ্টিতে রাখতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।