নড়াইল সদর উপজেলার উজিরপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী মোঃ শাহাজাহান মোল্যা (৬৫)কে ৫টি গাঁজা গাছসহ আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার ২১ জুন বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত মো:শাহজাহান মোল্যা ওই গ্রামের মৃত মোহাম্মদ মোল্যার ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে এ এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
এসময় সদর উপজেলার উজিরপুর গ্রামে অভিযান চালিয়ে শাহজাহান মোল্যার নিজ বসত ভিটা থেকে ৫টি অবৈধ গাঁজা গাছসহ আটক করেন।
এ বিষয়ে এএস আই মাহফুজুর রহমান বলেন, গ্রেফতার পূর্বক আসামী কে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে ও নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।