চাকরিতে যোগদানের দেড় মাস পর পাবনায় হাসান আলী নামের এক পুলিশের এসআই আত্মহত্যা করেছেন।

পাবনার পুলিশ সুপার (অতিরিক্ত) মাসুদ আলম ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।

জানা গেছে, দেড় মাস আগে হাসান আলী বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।