গত ২৭ শে এপ্রিল খুলনা জেলার কে, এম, পি ‘র পুলিশ কনস্টেবল প্রসেনজিত মন্ডল পিংকু কে খুলনা জেলা ডিবি পুলিশ খুলনা এলাকা থেকে আবার ও ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করেছে ।
জানা যায়, খুলনা জেলার অন্তর্গত তেরখাদা উপজেলার কাগদী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা প্রমথ রন্জ্ঞন মন্ডলের ছোট ছেলে প্রসেনজিত মন্ডল পিংকু দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছে।
জানা যায় , বিগত ১লা ডিসেম্বর ২০২০ ইং তারিখে দিবা গত রাত ১১টার সময় তেরখাদা উপজেলার অর্জুনা বলদ্ধনা এলাকায় প্রসেনজিত মন্ডল পিংকু ও তাঁর সহযোগী ৫০০ গ্রাম গাঁজা বিক্রি করার সময় তেরখাদা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করে । পুলিশ কনস্টেবল প্রসেনজিত মন্ডল পিংকু তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা র ব্যবসা করে আসছে ।
এ সংবাদের ভিত্তিতে তেরখাদা থানা পুলিশের একটি টিম , অভিযান চালিয়ে খুলনা কে , এম , পি র পুলিশ কনস্টেবল প্রসেনজিত মন্ডল পিংকু ও তাঁর সহযোগী কে গাঁজা সহ আটক করে । এ সময় পিংকুর কাছে ৩০০ গ্রাম গাঁজা ও সহযোগীর কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে । এ ব্যাপারে তেরখাদা থানায় একটি মামলা দায়ের করা হয় । যার নং ০২ , তাং – ০২ / ১২/ ২০২০ খ্রীঃ ।
খুলনা কে , এম , পি’র পুলিশ কনস্টেবল প্রসেনজিত মন্ডল পিংকু কনস্টেবল নাম্বার – ৬৩১৫ । দীর্ঘ ১ মাস পর জামিনে মুক্তি পাবার পর আবারও গাঁজা ব্যবসা শুরু করে গোপনে । প্রসেনজিত মন্ডল পিংকু ‘ র চলাফেরা সন্দেহ জনক হওয়ায় তার পিছনে সোর্স লাগানো হলে গত ২৭শে এপ্রিল খুলনা জেলার ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় অভিযান চালিয়ে খুলনা কে, এম, পির পুলিশ কনস্টেবল প্রসেনজিত মন্ডল পিংকু কে খুলনা এলাকা থেকে গাঁজা সহ আবার ও আটক করে ।
খুলনা পুলিশ সুত্রে জানা যায়, এ সময় পিংকু র কাছ থেকে ডিবি পুলিশ ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করে । এ ব্যাপারে খুলনা থানায় একটি মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।