বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি: বটিয়াঘাটায় লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে ।
খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার এর নির্দেশনা ও সরকারের স্বাস্থ্য বিধি মানতে বাস্তবায়নে নির্বাহী কর্মকর্তা ও এক্সকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিষ্টেট আব্দুল হাই সিদ্দিকী নেতৃত্বে থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত টিম একযোগে কাজ করছে ।
গত ৩১ জুলাই শনিবার দিনব্যাপী উপজেলা বাজার সদর , মল্লিকের মোড়, চক্রাখালী বাজার,সাচিবুনিয়া বাজার ,সাচিবুনিয়া চৌরাস্তা, জিরোপয়েন্ট ও গল্লামারী এলাকায় পৃথক পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । পৃথক পৃথক আদালত পরিচালনা কালে নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ৭ টি মামলায় ৩৪ শত টাকা ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী ৮ টা মামলায় ৩৪ শত টাকা জরিমানা আদায় করেন ।
এসময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।