বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বিরামপুরে ইভটিজিং ও মাদকদ্রব্য সেবনের দায়ে (১৫ জুন) মঙ্গলবার ভ্রাম্যমান আদালত তিন জনকে কারাদন্ড দিয়েছে। পুলিশ তাদের দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

তথ্যমতে জানা যায় যে-পৌর শহরের কৃষ্টচাঁদপুর ভোকেশনাল স্কুল এলাকায় (১৫ জুন) মঙ্গলবার সকালে ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে পুলিশ ইসলামপাড়া মহল্লার আব্দুর রহিমের বখাটে ছেলে ইমনকে (২১) আটক করে।

এছাড়া মাদক সেবনের অভিযোগে পুলিশ ইসলামপাড়া মহল্লার রমজান আলীর ছেলে রোস্তম আলী (৫০) ও শামসুল হকের ছেলে সাজুকে (৩২) আটক করে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত ইমনকে ছয় মাস, রোস্তমকে তিন মাস ও সাজুকে এক মাসের কারাদন্ড প্রদান করেন।

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন- দন্ডিত আসামীদের মঙ্গলবার দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।