বেনাপোল সীমান্তের মহিষাডাঙ্গা গ্রামে বিজিবি অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় কাউকে আটক করতে পারিনী।
গতকাল শুক্রবার (২৮মে)আনুমানিক রাত ১১ টার দিকে সীমান্ত এলাকা পুটখালি ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রাম থেকে এই অস্ত্র উদ্ধার করে।
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লাভলু সরকার জানান, গোপন সংবাদে জানতে পারি মহিষাডাঙ্গা গ্রামে চোরাকারবারিরা অস্ত্রের একটি চালান নিয়ে অবস্থান করছে।
এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১টি ওয়ানসুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিজিবি র উপস্থিতি দেখতে পেয়ে তারা পালিয়ে যায়। উদ্ধার কৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হবে বলে তিনি জানান।
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।