বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে পুলিশের আইজিপি মহোদয় ও পুলিশ সুপার দিনাজপুর মোঃ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে সারাদেশের ন্যায় বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর জেলার বিরামপুর থানায় ১০০টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে।
(১২আগস্ট) বৃহস্পতিবার সকালে বিরামপুর থানা চত্তরে এসব গাছের চারা রোপন করা হয়। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে,এম ওহিদুন্নবী,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত,তদন্ত (ওসি) মতিয়ার রহমান,সাব-ইন্সপেক্টর এরশাদ মিয়া,থানার অফিসারবৃন্দ ও ফোর্সসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।