রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারীর বিরুদ্ধে মাদকযোগসহ নানা অভিযোগে বদলী করা হয়েছে।
পুলিশের একাট সুত্র জানায়,সোমবার দিবাগত রাতে ওসি খলিলুর রহমান পাটোয়ারীকে রংপুর রেঞ্জে বদলী আদেশটি আসে। আদেশ পাওয়ার পর জরুরী ভিত্তিতে রংপুর রেঞ্জের ডিআইজি অফিসে যোগদান করেতে হবে।
বিশেষ গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন গত ১৫ মে ওসির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলে তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দে গত কয়েকদিনে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে তাঁর দপ্তরে জিজ্ঞাসাবাদ করে জবানবন্দী গ্রহন করে।
রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখল করলে ওসি খলিলুর রহমান পাটোয়ারীকে শাস্তি মুলক হিসাবে বদলী করা হয়। ২০২০ সালের ১২ নভেম্বর ওসি হিসাবে গোদাগাড়ী মডেল থানায় যোগদান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।