নড়াইলের লোহাগড়ায় কাশিপুর ইউনিয়নের ভাটগাতী গ্রাম থেকে গাজাসহ মাদক ব্যাবসায়ী সেতুকে আটক করেছে নড়াইল ডিবি পুলিশ।

 

আটক কৃত সেতু নড়াইল সদর উপজেলার বুড়িখালী গ্রামের মৃত মিজান মোল্যার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে নড়াইল ডিবি পুলিশের এস আই দেবব্রত চিন্তা পাত্র ও এ এস আই সেলিমুজ্জামানের নেতৃত্বে একদল ডিবি পুলিশ আজ (১৭ মে) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার কাশিপুর ইউপির ভাটগাতী গ্রামের জিন্নাত শেখের বাড়ির পাশ থেকে মাদক ব্যাবসায়ী সেতুকে ১ কেজী ৬ শত গ্রাম গাজাসহ আটক করে।

সুত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সেতু রাজমিস্ত্রি কাজের আড়ালে দির্ঘদিন যাবত মাদক ব্যাবসা করে আসছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বলেন, মাদকদ্রব্য আইনে সেতুকে জেল হাজতে প্রেরন করা হবে।