জি এম টিপু সুলতান মণিরামপুরঃ
সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন (মণিরামপুর সার্কেল)-এর সাথ মণিরামপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। রবিবার বিকাল মণিরামপুর থানায় মতবিনিময় সভায় সদ্য যোগদানকৃত সহকারি পুলিশ সুপার আশেক সুজা মামুন করনা সংকটকালে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের সহযগিতা কামনা করেন।
এসময় তিনি মাদক নির্মূলসহ ভূমির উপর এবং আইনশৃংখলা স্বাভাবিক রাখতে উপস্তিত সাংবাদিকদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
উপস্থিত সাংবাদিকরাও পুলিশকে সব ধরনর সহযাগিতা করার কথা ব্যক্ত করেন। এসময় বক্তব্য রাখেন থানার ওসি (সার্বিক) রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) সিকদার মতিয়ার রহমান, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, সম্পাদক মুতাহার হসেন,দুষ্টু সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিক, নির্বাহি সদস্য অধ্যাপক হুসাইন নজরুল হক, সিনিয়র সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক প্রচার সম্পাদক হারুণ অর রশিদ, সদস্য ইলিয়াস হোসন, জিএম টিপু সুলতানসহ প্রেসক্লাবের সদস্যগন উপস্তিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।