সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধুপাজান চলতি নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলনকালে। বালু ভর্তি ৬ টি নৌকা ও ৩টি ড্রেজার মেশিন আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ও নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমীনের তাৎক্ষণিক দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।

ধোপাজান চলতি নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে বালু উত্তোলন কারী ৬টি ষ্টীল বডি নৌকা ও ৩টি ড্রেজার মেশিন আটক করা হয়। ৬টি ষ্টীল বডি নৌকার মধ্যে ২টি পাথর বুঝাই,

২টি বালু বুঝাই ও ২টি খালি নৌকা রয়েছে। ৬টি নৌকার মূল্য অনুমান ১,২০,০০০০০/-(এক কোটি বিশ লক্ষ) টাকা, ৩টি ড্রেজার মেশিনের মূল্য অনুমান ১,৮০,০০০/-(এক লক্ষ আশি হাজার) টাকা, পাথরের মূল্য ২,৮০,০০০/(দুই লক্ষ আশি হাজার) টাকা, বালুর মূল্য ৭৪,০০০/-টাকা সর্ব মোট উদ্ধার।

মূল্য ১কোটি ২৫ লক্ষ ৩৪ হাজার টাকা। আটককৃত নৌযান ও ড্রেজার গুলোকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও নিলামে বিক্রয় করা হয়। যাহার জরিমানার পরিমাণ সর্ব মোট ছয়লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা।