অনুমতি ছাড়াই হজের চেষ্টা করায় ২৮৮ হজযাত্রীকে আটক করা হয়েছে। শাস্তি হিসেবে তাদের জরিমানা করা হয়েছে। গত সোমবার (৪ জুলাই) সৌদি আরবের এক নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (৭ জুলাই) সাদা পোশাক পরে কয়েক হাজার মানুষ মিনার উদ্দেশে যাত্রার মাধ্যমে শুরু করবেন পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা।

এরই মধ্যে সম্পন্ন হয়েছে আরাফাতে তাবুর কাজ। মহামারি করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ বছর বিশ্বের ১০ লাখ মানুষ নিয়ে হজ পালনের ঘোষণা দিয়েছে সৌদি সরকার। সাধারণ সময়ের তুলনায় যা অর্ধেকেরও কম।

এছাড়া ১৮-৬৫ বছর বয়সী সুস্থ ব্যক্তিরা যাদের সবাই করোনার ভ্যাকসিন নিয়েছেন কেবল তারাই হজ পালন করতে পারবেন। কোনো ঝামেলা ছাড়াই হজের মৌসুম শেষ করার উদ্যোগ নিয়েছে সৌদি।

কিন্তু এরই মধ্যে অনুমতি ছাড়া হজ করার চেষ্টা করছেন কেউ কেউ। সোমবার এক সংবাদ সম্মেলনে হজের নিরাপত্তায় থাকা নিরাপত্তা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল বাসামি জানান, হজের নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে এখন পর্যন্ত ২৮৮ জনকে আটক করা হয়েছে।

তাদের প্রত্যেককে ১০ হাজার সৌদি রিয়াল জরিমান করা হয়েছে।