১৪ সেপ্টেম্বর সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল সেটে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কল্যাণ সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করা হয়।
কল্যান সভা পরিচালনা করেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর।
উক্ত কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশে কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ফোর্সের ওয়েল ফেয়ারের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। একই সাথে ডিসিপ্লিন এর ব্যাপারে গুরুত্বারোপ করেন।
উক্ত কল্যাণ সভায় মাননীয় পুলিশ সুপার মহোদয় অবসরপ্রাপ্ত এবং বদলী জনিত পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা প্রদান করেন ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদমার্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।