কর্মস্পৃহা, দায়িত্বশীলতা আর জনমানুষের প্রতি আন্তরিকতায় এক অনন্য উচ্চতায় নিজেকে অধিষ্ঠিত করেছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ।
ইতিমধ্যেই তিনি গরীব-দুখী, অসহায় মানুষের সেবায় পাশে দাঁড়িয়ে তাদের ভরসায় পরিণত হয়েছেন। অসহায় ও দুস্থ কেউ তার কাছে গিয়ে সাহায্য চাইলে সাধ্যমত সহায়তা প্রদানের চেষ্টা করেন ইউএনও।
জানা যায়, তিস্তাতীরবর্তী রংপুরের গঙ্গাচড়া উপজেলার অধিকাংশ মানুষই নিম্নআয়ের। তাই প্রতিদিনই খাদ্য সংকটসহ নানান সমস্যায় পড়েন এই এলাকার মানুষ।
গরীব ও অসহায় শিক্ষার্থীদের পড়ালেখার খরচ, চিকিৎসা সহায়তা, যাদের থাকার ঘর নেই তাদেরকে ঘর তুলে দেওয়া, খাদ্য সংকটসহ নানা আর্থিক সমস্যায় পড়া এসব মানুষকে নিরবচ্ছিন্নভাবে সরকারি খাদ্য সহায়তা ও উপজেলা প্রশাসনের মানবিক সহায়তার বাক্স থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সহোযোগিতা করে যাচ্ছেন ইউএনও এরশাদ উদ্দিন পিএএ।
প্রতিদিনই তিনি অফিসিয়াল কাজের ফাঁকে নিজেই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কিংবা অফিসে আসা খাদ্য সংকটে থাকা কর্মহীন অসহায় দুস্থ নারী-পুরুষ ও শিক্ষার্থীদের খাদ্য সহায়তাসহ আর্থিক সহায়তা দিচ্ছেন।
বুধবার (১২ অক্টোবর) ইউএনওর অফিসে এসে খাদ্য সহায়তা নেয়া এক নারী বলেন, আমার স্বামী নাই আর এই সময়ে এলাকায় কাজও নাই। তাই দুই দিন থেকে দুটি সন্তানকে নিয়ে খাদ্য সংকটে আছি। এলাকার এক ভাইয়ের কথায় ইউএনও অফিসে এসে আমার সমস্যার কথা বলায় স্যার আমাকে প্রায় ১৫ দিনের খাবার দিলেন। সৃষ্টিকর্তা স্যারকে ভালো রাখুক।
এসময় অসহায় এক শিক্ষার্থী বলেন, আমার বাবা দিনমজুর, এখন এলাকায় কাজ নেই। এ কারণে বাবা বেশ কিছু দিন থেকে কর্মহীন আছেন। ইউএনও স্যারকে অফিসে এসে বিষয়টি অবগত করায় তিনি আমাকে পড়ালেখার খরচের জন্য দুই হাজার টাকা ও খাদ্য দ্রব্য দিয়েছেন।
এ ব্যাপারে ইউএনও এরশাদ উদ্দীন বলেন, মানবিক সহায়তা বাক্স থেকে প্রাপ্ত অর্থ ও সরকারি প্রাপ্ত খাদ্য সহায়তা থেকে ‘সর্বোচ্চ সামর্থ অনুযায়ী কর্মহীন অসহায় মানুষসহ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছি। যেখানেই সহযোগিতার প্রয়োজন হচ্ছে, আমি সেখানে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। আমি এ উপজেলায় থাকা অবস্থায় একটি মানুষও যেন খাবার কষ্টে না ভোগে সে বিষয়ে খেয়াল রাখাসহ গরীব ও দুস্থ শিক্ষার্থীদের সবসময় পাশে থাকবে উপজেলা প্রশাসন।
Attachments area
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।