![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/10/received_409994840846067.jpeg)
মোঃ জসিম উদ্দিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর অঞ্চলের ব্যবস্থাপনায় চার শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/10/Web_Photo_Editor-9-300x171.jpg)
১৪ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে উপজেলার খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এসব সহায়তা বিতরণ করা হয়। এবং সেগুলো অসহায় পরিবারের হাতে তুলে দেন ১৬ পদাতিক বিগ্রেড এর অধীনস্থ ৩৬ বীর (রিয়ার) এর অধিনায়ক মেজর আব্দুল্লাহ-আল-ইমরান, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, ওসি কামাল হোসেন, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান এ্যাড.আতাউর রহমান ও সুধীসমাজ।![](//dailykolomkotha.com/wp-content/plugins/a3-lazy-load/assets/images/lazy_placeholder.gif)
![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/10/Web_Photo_Editor-10-300x171.jpg)
বিতরণকৃত দ্রব্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, ডাল, তেল, লবণসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের যে কোনো ত্রান্তিলগ্নে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানায় তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।