ঠাকুরগাঁও সদর উপজেলার ৫ নং বালিয়া ইউনিয়নের সবদল হাটে ৩৩ বছর পূর্বে সাবেক মন্ত্রী মরহুম রেজওয়ানুল হক (ইদু) চৌধুরীর দান করা ১ একর জমি কিছুদিন আগে উদ্ধার করে সীমানা ঘেরা তৈরি করে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের নির্দেশে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম।
আজ মঙ্গলবার উদ্ধারকৃর্ত সেই জমি পরিদর্শন ও বৃক্ষরোপন করেন রংপুর বিভাগের ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য (বিপিএম)।
এই সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন সার্ভিস ট্রেনিং সেন্টার ঠাকুরগাঁও-মোঃ নাসির উদ্দিন যুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোছাঃ সুলতানা রাজিয়া, ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম, রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায়, ৫নং বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুলফিকার আলী ভুট্টো চৌধুরী, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক এস এম সাওন চৌধুরী, জমিদাতা মরহুম রেজওয়ানুল হক ইদু চৌধুরীর কনিষ্ঠপুত্র সুলতানুল নাঈম শুভ চৌধুরী সহ স্থানীয় গর্ণমান্য ব্যাক্তিবর্গ সহ অনেকই উপস্থিত ছিলেন।
রংপুর রেঞ্জ এর ডিআইজি সেখানে বৃক্ষরোপন শেষে স্থানীয় কালিমন্দির সহ আশপাশের এলাকা পায়ে হেটে ঘুরে দেখেন পরিশেষে স্থানীয় সকলের উদ্দেশ্য মাদকদ্রব্য,যৌতুক,আত্মহত্যা সম্পর্কে সচেতন হওয়ার জন্য পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন
পরে স্থানীয় জনসাধারণ সবদলে উদ্ধারকৃত জমিতে ভূল্লী থানা স্থাপনের জোর দাবি জানালে ডিআইজি দেবদাস ভট্টাচার্য সেখানে পুলিশ ট্রেনিং সেন্টার স্থাপনের আশ্বাস প্রদান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।