আব্দুস সোবহান | নড়াইল :

৯ই মার্চ-২০২১ খ্রি.  নড়াইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

আজ সোমবার সকাল ৯.০০ ঘটিকায় নড়াইল পুলিশ লাইন্স, পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায পিপিএম (বার ) মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়!

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহম্মদ রিয়াজুল ইসলাম (অপরাধ ও প্রশাসন) নড়াইল, অতিরিক্ত পুলিশ সুপার জনাব তানজিলা সিদ্দিকা (সদর সার্কেল নড়াইল) সহকারি পুলিশ সুপার মোহাম্মদ সোহানুর রহমান সোহান (প্রফেশনাল)। পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার্স ও পুলিশ সদস্য কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন “জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে হবে’ মাদক, জঙ্গিবাদ, দুর্নীতিতে জিরো টলারেন্স আনতে হবে”