দুই জেলার পুলিশ সুপারসহ পুলিশের এসপি পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাদের বদলি করে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার এবং গাইবান্ধা জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. কামাল হোসেনকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শাখাওয়াত হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।