বরিশাল জেলা প্রতিনিধি নাজমুল হাসান নবীন ১১.০৮.২০২১ বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের বড়রগুনাথপুর গ্রামের একটি ঘর কি পেতে পারেন না অসহায় ভিক্ষুক বাকেরগঞ্জের রাজিয়া নিয়ে গত ৮ আগস্ট রবিবার অনুসন্ধান ২৪,প্রথম আলো ২৪,কলমের কন্ঠ,গ্রামীন নিউজ ২৪,স্টার বাংলা ২৪,ভাটি বাংলা সহ আরো বেশ কয়েকটি অনলাইন পোর্টলে সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত সংবাদের পর আজ মঙ্গলবার সকালে হতদরিদ্র রাজিয়া বেগমকে অফিসে ডেকে এনে চাল, ডাল, পরনের কাপড়, কিছু নগদ টাকা ও কয়েকটি হাঁস উপহার দিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মাধবী রায়।

সংবাদ প্রকাশের পর অসহায় রাজিয়া বেগমের পাশে ইউএনও মাধবী সহয়তার হাত বাড়িয়ে দিয়ে মানবতার আলো ছড়িয়েছেন। জানা যায়, পাদ্রীশিবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত মোসলেম এর স্ত্রী রাজিয়া বেগম। তার পরিবারের সদস্য সংখ্যা ৪ জন। রাজিয়া বেগম মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছে।

তার কোন ছেলে না থাকায় মেয়ে নাতনী নিয়ে অসহায় হয়ে পড়েছেন। মেয়ের স্বামী না থাকায় মেয়ে ও নাতনীদের খরচ চলে তার ভিক্ষার চাউল দিয়ে। একধিকে তার স্বামী ২০ বছর আগে মারা যায়, অন্যদিকে মেয়ের জামাই খোজখবর না নেওয়ায় এখন তিনি দিশেহারা। বয়স হয়ে যাওয়ায় এখন তিনিও আগের মত ভিক্ষা করতে পারছেন না। থাকেন খাল পারে একটি ছোট্র ঘর তৈরি করে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধুবী রায় বলেন, বর্তমানে সরকারীভাবে কোন ঘর নেই পরবর্তীতে আসলে ঘর রাজিয়া বেগমকে দেয়া প্রতিশ্রুতি ব্যক্ত করেন।