যশোর সদরের রাজাহাট বাজারের ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও স্কুল পড়–য়া ছেলে সিয়ামকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে রামনগরের ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফসহ ৯ বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

আজ মঙ্গলবার রামনগর গ্রামের ব্যবসায়ী জামাল হোসেন ফুলন এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগটি গ্রহণ করে এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।

Doctor
আরো জানতে ট্যাপ করুন

আসামিরা হলো, রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, পুকুরকুল গ্রামের ধোপাপাড়ার ইব্রাহিমের দুই ছেলে চশমা সাগর ও উছামা, একই পাড়ার আব্দুল্লাহ, মুফতি ইউনুস মুন্সির ছেলে রম্মান হোসেন, ফরিদের ছেলে রকি, রাজারহাট স্কুল পাড়ার জালাল উদ্দিনের ছেলে জিহাদ হোসেন, রামনগর পুকুরকুল গ্রামের বকুল হোসেন ড্রাইভারের ছেলে রায়হান ও ঘোড়াগাছা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইত্তেহাক।

মামলার অভিযোগে জানা গেছে, জামাল হোসেন ফুলন রাজারহাট বাজারের প্রতিষ্ঠিত হার্ডওয়ার ব্যবসায়ী। আসামিরা এলাকার চিন্তিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। বেশ কিছুদিন ধরে আসামি মাহমুদ হাসান লাইফের হুকুমে অপর আসামিরা জামাল হোসেন ফুলনের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা হুমকিসহ বাজারে ব্যবসা করতে দিবেনা জানিয়ে দেয়।

ডাউনলোড করতে ট্যাপ করুন

একপর্যায়ে তার ছেলে সিয়ামকে হত্যার হুমকিও দেয় তারা। এরই ধারাবাহিকতায় গত ৫ নভেম্বর বিকেলে ফুল ও তার ছেলে সিয়াম রাজারহাট শ্মশান মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা তাদের উপর হামলা চালায়।

এ সময় পশের একটি দোকানে আশ্রয় নিয়ে হামলাকারীরা দোকানে ব্যপক ভাংচুর ও টাকা লুট করে নিয়ে যায়। এব্যাপারে থানায় অভিযোগ দিলে পুলিশ মামলা নেয়নি। ফলে তিনি আদালতে মামলা করেছেন।