দুর্গাপুরে পানবরজ নিয়ে সংর্ঘষের ঘটনায় নারী পুরুষসহ হত্যা মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে গাজীপুর সদর কোনাবাড়ী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঘটনারপর থেকে তাঁরা সেখানে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার পারিলা দক্ষিণ পাড়া গ্রামের আবুল খায়ের (৪৫), বাবু (৩২), ইরানি বেগম (৩৫), সেফালী বেগম (৪৫), পায়রা বেগম, (৩৫), সবুজ (২৬), খালেক (৫৫)। মঙ্গলবার দুপুরে তাদের জেলহাতে প্রেরণ করা হয়েছে। এদের ইরানি ও পায়রা বেগমের কোলের দুজন শিশু সন্তানও রয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, গত ৬ মার্চ উপজেলার পারিলা গ্রামে পানবরজ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়। নিহতের নাম মাহাবুর রহমান (৩৮)। পরে ওই ঘটনায় নিহতের স্ত্রী জান্নাতুন বেগম থানায় ৮জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর আসামিরা পলাতক ছিলেন।
প্রযুক্তির সাহায্য আসামিদের অবস্থান শনাক্তের পর সোমবার দিবাগত রাতে থানায় এসআই জিলালুর রহমান সাথীয় পুলিশ ফোর্স নিয়ে গাজীপুর সদর কোনাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ৭জনকে গ্রেপ্তার করে।
ওসি আরও বলেন, আরও একজন আসামি পলাতক রয়েছেন। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মঙ্গলবার দুপুরে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।