বীর মুক্তিযোদ্ধাদের জন্য সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। সব থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য রাখা হয়েছে বিশেষ চেয়ার। কোনো সেবা নিতে মুক্তিযোদ্ধারা থানায় গেলে নির্ধারিত এই চেয়ারে বসবেন।

সোমবার সিলেট জেলার ১১টি থানায় এই বিশেষ চেয়ার বসানো হয়েছে।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, যাদের বীরত্বপূর্ণ অবদানের কারণে আজকের এই বাংলাদেশ, সেসব বীর সন্তানদের সম্মানার্থে এই ক্ষুদ্র প্রয়াস। যদিও তাদের ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়।

গত ১৬ ডিসেম্বর সিলেট জেলা পুলিশ লাইন্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জেলার ১১ থানায় ‘বীর মুক্তিযোদ্ধার আসন’ নামাঙ্কিত সংরক্ষিত আসন স্থাপনের নির্দেশ দেন মোহাম্মদ ফরিদ উদ্দিন।