আমের মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত নড়াইলের গ্রামীন জনপদ। যে দিকে চোখ যায় সারি সারি গাছে আমের মুকুল আর মুকুল। সবুজ পাতার আড়ালে ফুটে উঠেছে আম চাষিদের সপ্ন। আমের ফলনের আশায় নিয়মিত পরিচর্যায় ব্যাস্ত চাষিরা।
আবহাওয়া অনুকুলে থাকলে প্রায় ৫০১১২
মেঃটন আমের আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে যানা যায়, এ বছর জেলায় আম বাগানের পরিমানের জমি ৫২১ হেক্টর। চলতি মৌসুমে ৯০ ভাগ গাছে মুকুল এসেছে। আর কিছু দিনের মধ্যে এ সব আম গাছে ঝুলতে দেখা যাবে নানা জাতের আম। আবহাওয়া ভালো থাকলে এ বছর অধিক ফলনের আশা করছে সংশ্লিষ্টরা। সরেজমিনে জেলার বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, এ বছর ছোট, বড়, মাঝারি প্রায় সব ধরনের গাছে আমের মুকুল এসেছে। আম চাষি সনাতন বিশ্বাস জানান,গত বছর আবহাওয়া জনিত কারনে আমের মুকুল ভাল হলে ও ফলন ভাল হয়নি। এ বছর গাছে মুকুল ভালোই হয়েছে। আশা করছি এ বছর ফলন ভালো হবে।
জেলা কৃষি অফিসার বলেন, এ বছর ৯০ ভাগ গাছে মুকুল এসেছে। আবহাওয়া অনুকুলে থাকলে আশা করা যায় ৫০১১২ মেঃ টন আম উৎপন্ন হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।