কুমিল্লা কোটবাড়ি (বার্ড)এলডিডি প্রকল্পের আওতায় এলএসপিদের ২১ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের ২০তম ব্যাচের ১৩ তম দিনে আজ সকালের সেশনে বার্ডের কৃষি গবেষণা ও প্রদর্শনী কমপ্লেক্সের খামার পরিদর্শন করেন বার্ডের প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাণিসম্পদ অধিদপ্তর বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর ও ঢাকা জেলার ইউনিয়ন পর্যায়ে কর্মরত ৪০জন এলএসপি।আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাণিসম্পদ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের পাশাপাশি প্রকল্পের কার্যক্রম ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রাণিসম্পদ বিষয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলাই এ প্রশিক্ষণ কোর্সের মূল উদ্দেশ্য।

এ সেশনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের সম্মানিত উপ- পরিচালক (কৃষি সম্প্রসারণ) ডাঃ বিমল চন্দ্র কর্মকার উক্ত ব্যাবহারিক সেশন শেষে প্রশিক্ষণার্থী বিন্দু প্রশিক্ষণ কার্যক্রম সূচারুরূপে পরিচালনায় জন্য বার্ড কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন পরে দৈনিক কলম কথা এক সাক্ষাৎকারে মোঃ আবু সিদ্দিক এলএসপি আনোয়ারা চট্টগ্রাম এ তথ্য নিশ্চিত করেন।