নড়াইলে কৃষকদের মাঝে আউশ মৌসুমে বিনামূল্যে কৃষি উপকরণ সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আউশ মৌসুমে সরকারি প্রনোদনা কর্মসূচীর আওতায় মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় একযোগে নড়াইলের তিনটি উপজেলার প্রান্তিক চাষীদের মাঝে আউস ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এ সকল কৃষি উপকরণ বিতরনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
নড়াইল জেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার জানান, জেলায় মোট আউশ ধান চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৯৬০০হেক্টর জমি।
এবং লক্ষ্য মাত্রা অর্জনে সহায়তা করার জন্য সরকারি ভাবে ৬হাজার কৃষকদের মাঝে আজ ৫কেজি আউশ ধানের বীজ ও ৩০কেজি করে সার বিতরণ করা হয়েছে।
এই কৃষি উপকরণ জেলার ৮শত হেক্টর জমিতে ব্যবহার করা হবে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সালমা সেলিম, কালিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস, কালিয়া উপজেলা কৃষি অফিসার সুবির কুমার বিশ্বাস সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।
মোঃআজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
তারিখঃ১৩/০৪/২০২১
মোবাইলঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।