জীববৈচিত্র্য ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাখি। আগে গ্রামে গ্রামে হরহামেশাই দেখা মিলত নানা প্রজাতির পাখি। কালের আবর্তে এসব পাখপাখালি এখন হারিয়ে গেছে। উধাও হয়ে গেছে পাখির কলরবও।
নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় খাদ্যের অভাবে পাখির সংখ্যা দিন দিন কমছে। পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত, পাখি নিধন রোধ ও পাখির প্রতি ভালোবাসায় গাছে গাছে বাঁশের তৈরি কৃত্রিম হাঁড়ি বেঁধে পাখির অভয়াশ্রম গড়ে তুলেছে মানুষের জন্য কুষ্টিয়া এবং কুষ্টিয়া বার্ড ক্লাব। দীর্ঘ ১৬ বছর নিজেদের অর্থ খরচ করে তারা গাছে গাছে বাঁশের তৈরি কৃত্রিম হাড়ি বেঁধে পাখির অভয়াশ্রম গড়ে তুলেছে সংগঠন দুটি। এসময় উপস্থিত ছিলেন, মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার পরিচালক শাহাবউদ্দিন মিলন, কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি পাখি গবেষক এস আই সোহেল,কাস্টমস বিভাগের কর্মকর্তা ডেপুটি কমিশনার উত্তম বিশ্বাস, মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সদস্য ও কুষ্টিয়া বার্ড ক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ, মাহাবুব আলম রাজস্ব কর্মকর্তা, আব্দুল আলিম।
এসময় বক্তারা বলেন, পাখিদের মুক্তভাবে বাঁচার জন্য পুকুর ভরাট, গাছ নিধন, শিকার বন্ধ করার ওপর জোর দিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা।পাখিদের মুক্তভাবে বাঁচার জন্য পুকুর ভরাট, গাছ নিধন, শিকার বন্ধ করার ওপর জোর দিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা।আমাদের দেশে বড় বড় গাছের সংখ্যা কোমতি হওয়াতে পাখিরা বাসা বাঁধার স্থান পাচ্ছে না, এ সময় পাখিদের বাসা বাচ্চা দেওয়ার সময় কিন্তু বড় বড় গাছ না থাকাতে ওরা দিশেহারা তাইতো প্রকৃতির সন্তানদেরকে বাঁচাতে রক্ষা করতে আমাদের পাখির বাসা বাঁধা শুরু হয়েছে, আমরা সৃষ্টিকর্তার পরিবারদের কে রক্ষা করব।
এসময় আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ রাশেদুল ইসলাম, আব্দুল মালেক,জহির খান,খুশি আলম,নুরুদ্দিন নুরু, রায়হান,আকাশ আহম্মেদ, সোহেল শেখ সহ আরও অনেকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।