স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারের নারায়ন মার্কেটের মধ্যে “কৃষি বাঁচাও- কৃষক বাঁচাও- দেশ বাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে বাংলাদেশ কৃষক সমিতি’র জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা বাংলাদেশ কৃষক সমিতির আহ্বায়ক ও গোবিন্দপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিজন সরকারের সভাপতিত্বে
উক্ত সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক সমিতির সহ-সভাপতি নিমাই গাংগুলী।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না,এ্যাডঃ মহসিন রেজা,মোস্তাফিজুর রহমান ডুগু প্রমূখ।
পরে হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মাস্টার ইমাজ উদ্দিনের সভাপতিত্বে ও আবুল কাশেমের সঞ্চালনায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে রাজশাহী জেলার কৃষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়।
এতে বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিজন সরকারকে সভাপতি ও শুভ্রান্ত শাহ্ কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করে তা প্রকাশ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।