দিনাজপুরের খানসামা উপজেলায় (এনএটিপি-২) প্রকল্পের আওতায় ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলিজ প্রোগ্রাম ফেস-২ এর আওতাধীন সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মে) সকালে খানসামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এই সিআইজি কংগ্রেসটি অনুষ্ঠিত হয়।

খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনবন্ধু এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্; তিনি বলেন, উপজেলার প্রান্তিক কৃষক/কৃষানীদের মাঝে এই প্রকল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,দিনাজপুর জেলা এডিপি (পিপি) মাহবুবুর রশীদ, ঢাকা ওএমই (এনএটিপি-২) উপ পরিচালক মোহাইমিনুর রশীদ।

অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা বলেন,ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেস ii প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের আওতায় সিআইজি কংগ্রেস আপনাদের ভাগ্য পরিবর্তনের মাধ্যম।

এ ছাড়া আরোও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির,উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজার রহমানসহ উপজেলার কৃষক/কৃষাণী ও সাংবাদিকগন।

জানাযায়, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে সিআইজি কৃষক গ্রুপে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ ও বিস্তার করে এবং সঞ্চয়ের ভিত্তিতে নিজেদের ৩০শতাংশ বিভিন্ন উপ প্রকল্পে বিনিয়োগ করে বিভিন্ন ধরণের ৭০শতাংশ সরকারি কৃষি বিষয়ক সুবিধা গ্রহণ করতে পারবে।