মোঃ আহসান হাবীব সুমন,জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার গোবিন্দ বাড়ি নন্দের চর সবজি চাষীরা ব্যস্ত সময় পার করছেন।

প্রতিবছরের ন্যায় এবছর অধিক ফলন হওয়াই চাষীরা লাভবান হবে বলে আসা রাখছেন সবজী চাষীরা।

সবজী বাজার জাতকরে অভাবমিটাবে বলে আসা রাখছেন চাষী মোঃ পারভেস মিয়া।

চাষী পারভেস মিয়া জানান, এই শিতে টমেটো জোয়ার নষ্ট হচ্ছে কৃষি গবেষণা কেন্দ্র যদি কোন প্রতিষেধক বা অন্যকোন প্রক্রিয় জাত আমাদের সরকার দিতেন তাহলে লোকসান থেকে বাঁচা যেত।এই দিকে সার, বিশ ও বিটুমিনের দাম চরা মূল্য দিতে হচ্ছে কীটনাশকের দোকানে।দমন করা যাচ্ছে না ফসল নষ্টকারী পোকার হাত থেকে সেই সুবাদে ব্যবসায়ীরা সার বিষস সঠিক মানের সাপ্লাই দিচ্ছে না, এতে করে ভোগান্তিতে পড়ছি আমরা চাষিরা।

তাই সারকারের কাছে আমাদের আবেদন আমরা সঠিক মানের সার,বিষ,বিজ,যদি পাই তাহলে কৃষক বাঁচবে,কৃষক বাঁচলে দেশ বাঁচবে আর সরকারের রাজস্ব বাড়বে বলে জানান পারভেস মিয়া।