সিলেট সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুর আগুন লেগেছে পানের বাজারে। বাজারে পান সংকটের কথা বলে দাম বাড়িয়ে দিয়েছেন একদল সুযোগ সন্ধানী পান ব্যবসায়ী।এ ছাড়া দাম বাড়ানো হয়েছে বাংলা পানেরও। যার ফলে পান বিলাসীরা পড়েছেন বিপাকে। দুর্ভোগ পুহাতে হচ্ছে সকল শ্রেণীর পানখুর পুরুষ ও নারীকে। তবে বাহারী রকমের জর্দার দাম স্বাভাবিক রয়েছে। জানা যায়, সিলেটের জৈন্তাপুর অধিকাংশ মানুষ পান-সুপারী ও জর্দা খেয়ে অব্যস্ত। যারা ভাত না খেয়ে তারা শুধু পান সুপারী খেলেই চলে তাদের দিন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় দাম বাড়তে থাকে পানের। সিলেটের জৈন্তাপুর বাজার, লাল বাজার, আম্বরখানা, রিকাবীবাজার, রেলগেইট ও শহরতলীর বাজার’সহ বিভিন্ন উপজেলায় বৃদ্ধি করা হয়েছে পানের দাম। ক্রেতা মোঃ রিপন আহমদ জানান, পিয়াজের মত পানেরও অস্বাভাবিকভাবে দাম বাড়ানো হয়েছে। তাদের অভিযোগ করোনাভাইরাসকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে খাসিয়া পানের দাম বাড়ানো হয়েছে। তাই পানের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান জুড়ালো করার দাবি জানান তারা। তবে একাধিক পান ব্যবসায়িরা জানান, পানের আড়তে দাম বাড়ানো হয়েছে। আমরা যে দামে কিনে বাজারে এনেছি, যাতায়াত খরছ’সহ সমান্য লাভ ধরে তা বিক্রি করছি। তাই একগুছিতে থাকা ১২ টি খাসিয়া পানের দাম ৬০ থেকে ৭০ টাকা দামে বিক্রি করছি। দাম বেড়েছে বাংলা পানেরও।